১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

পবিপ্রবিতে আউটকাম বেজড সিলেবাস তৈরির ওয়ার্কশপ অনুষ্ঠিত

বরিশাল বাণী:  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি (ঈঝওঞ) বিভাগে মাস্টার্স অব সায়েন্স ডিগ্রি চালুর লক্ষ্যে আউটকাম বেজড সিলেবাস তৈরির উদ্দেশ্যে Improving Outcome-Based Masters of Science Curriculum with Stakeholders Opinion শীর্ষক ওয়ার্কশপ আজ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পবিপ্রবির কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান এর নান্দনিক উপস্থাপনায় ও বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাঃ আব্দুল মাসুদ এর সভাপতিত্বে উক্ত দিনব্যাপী ওয়ার্কশপে স্বাগত বক্তব্য প্রদান করেন সিএসআইটি বিভাগের সহযোগী অধ্যাপক চিন্ময় বেপারী, মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএসআইটি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাঃ আব্দুল মাসুদ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মাদ আলী ও সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. এস এম তাওহিদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রেসিডেন্ট ও ঢাবি’র সিএসই বিভাগের অধ্যাপক ড. হাফিজ মোঃ হাছান বাবু, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, কৃষি অনুষদের ডিন ও পবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, বিএএম অনুষদের ডিন প্রফেসর জাকির হোসেন। ওয়ার্কশপে ভার্চুয়াল প্লাটফর্ম জুমের মাধ্যমে সংযুক্ত থেকে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মিহির কান্তি সরকার, সীমান্ত ব্যাংকের হেড অব আইটি মোঃ জাহাঙ্গীর আলম, র‌্যাংকস টেলিকমের সফটওয়ার প্রকৌশলী আবুবকর সিদ্দিক, রুপালী ব্যাংকের প্রোগ্রামার মোঃ মিজানুর রহমান, ইথিকস এডভান্স টেকনোলজিস লিমিটেডের এর বিশেষজ্ঞ মোঃ জাহিদুল ইসলাম ও পবিপ্রবির সিসিই বিভাগের প্রফেসর ড. মোঃ শামসুজ্জামান। ওয়ার্কশপের রেপোটিয়ার হিসাবে দ্বায়িত্ব পালন করেন সিএসআইটি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আতিকুর রহমান। ওয়ার্কশপে উপস্থিত হয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন মোঃ আতিকুর রহমান (প্রোগ্রামার), মোঃ হাফিজ আল আসাদ (সহকারী প্রোগ্রামার, মিলন গাজী (সহকারী প্রোগ্রামার), ইমরান হোসেন (সহকারী প্রোগ্রামার) আইসিটি অধিদপ্তর এবং পবিপ্রবির মোঃ নাঈমুর রহমান (সহকারী অধ্যাপক) ও ফিরোজ আলম (ডেটাবেজ প্রোগ্রামার)। এছাড়াও উক্ত ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সিএসই অনুষদের সকল বিভাগের চেয়ারম্যান, বিভিন্ম বিভাগের শিক্ষকবৃন্দ, জনসংযোগ কর্মকর্তা, সিএসই অনুষদের সাবেক শিক্ষার্থীরাসহ শতাধিক শিক্ষক-এলামনাই উপস্থিত থেকে এবং অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ