২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফল স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত গলাচিপায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় স্বাধীনতা দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে দুমকিতে স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল ছাত্রদল নলছিটিতে ছাত্রদলের আয়োজনে কুরআন তেলওয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া 'একজন আপোষহীন নেত্রী' — আবু নাসের মো: রহমাতুল্লাহ শেবাচিম এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত নগরীতে চাঁদা না দেয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ  মেহেন্দিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, হাসপাতালে ভর্তি ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিপ্রবিতে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

জুবাইয়া বিন্তে কবির :- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন (ভিএসএ) কর্তৃক ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি ) বিকাল ৪টায় এনএসভিএম অনুষদের অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মিল্টন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আব্দুল লতিফ এবং এএনএসিভএম অনুষদের ডিন প্রফেসর ড. ফয়সাল কবির।

ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম তন্ময়ের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়। এসময় উক্ত বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়েশা আক্তার সিনহা বলেন, “ভিএসএ আমাদেরকে পাঠ্যবইয়ের বাইরে মানবিক চিকিৎসক হওয়ার প্লাটফর্ম তৈরী করে দিচ্ছে, এতে আমরা খুবই আনন্দিত।”

এরপর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম রাফি নবীনদের উদ্দেশ্যে বলেন, “যেখানে মানবতা শেষ, সেখান থেকেই ভেটেরিনারিয়ানদের দায়িত্ব শুরু। ভেটেরিনারিয়ানরাই প্রকৃত ডাক্তার, কারণ তারা শুধু তাদের রোগীর ব্যাথা শুনতে পারেন না বরং অনুভব করেন।”

ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মিল্টন তালুকদার বলেন, ” ভিএসএ এর নবীন বরণে ভিসি স্যারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবাইকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমি বিশ্বাস করি এই নবীন শিক্ষার্থীদের দক্ষ কর্মকাণ্ডের মাধ্যমেই ভিএসএ সামনের দিনগুলোতে এগিয়ে যাবে।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জিল্লুর রহমান বলেন, “এখানে অনেক সীমাবদ্ধতা থাকলেও আমার বিশ্বাস এখানকার শিক্ষার্থীরা সকল সীমাবদ্ধতা পেরিয়ে নিজেদেরকে দক্ষ ভেটেরিনারি চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মোঃ আব্দুল লতিফ। এছাড়াও বক্তব্য রাখেন প্রফেসর একেএম মোস্তফা আনোয়ার এবং ভিএসএ এর ট্রেজারার প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর কাজী রফিকুল ইসলাম বলেন, “একজন ভেটেরিনারিয়ান হিসেবে আমি গর্বিত। বিশ্বে চিকিৎসা ক্ষেত্রে ভেটেরিনারিয়ানদের ছাড়া বিভিন্ন রোগের ভ্যাক্সিন থেকে শুরু করে অনেক আবিষ্কার সম্ভব হতো না।” এসময় তিনি ডিভিএম এর বিভিন্ন সেক্টর এর প্রতি গুরুত্বারোপ করে নবীন শিক্ষার্থীদের অনুপ্রেরণা এবং পড়াশোনার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন। রাত ৮ টায় উক্ত অনুষ্ঠান শেষ হয়।

সর্বশেষ