ইমাদুল হক প্রিন্সঃ- ২০ জুন ২০২৩ (মঙ্গলবার) সকাল ১০ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ডিসেমিনেশন সেন্টারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে: ‘‘Exploration of new sources of tolerance to submergence of
coastal rice landraces through phenotyping and DNA fingerprinting’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রকল্পের অধীনে প্রাপ্ত ফলাফল উপস্থাপন করা হয়। যেখানে দক্ষিণ উপকুলীয় অঞ্চলের স্থানীয় ৫০টি আমন ধানের জাতের পরিপূর্ণজলামগ্নতা পরীক্ষার ফেনোটাইপিক ও মলিকুলার পর্যবেক্ষণের ফলাফল বিষদভাবে তুলে ধরা হয়। প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর ড. গোপাল সাহা, সহযোগী গবেষক প্রফেসর ড. মোঃ জাহিদ হাসান ও পিএইচডি ফেলো মোঃ ইব্রাহিম খলিল তাঁদের গবেষণার ফলাফল তুলে ধরেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি এর উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ ফজলুল হক, ডিন, পোস্টগ্রাজুয়েট স্টাডিজ পবিপ্রবি, ও ড. কাজী শিরিন আক্তার জাহান, পিএসও, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বরিশাল আঞ্চলিক কার্যালয়। এছাড়াও কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কৃষিতত্ত¡ বিভাগের শিক্ষকবৃন্দ
সেমিনারে উপস্থিত ছিলেন। উপকুলীয় অঞ্চলের বৈচিত্র্যময় জলামগ্নতা সহনশীল আধুনিক ধানের জাত উৎপাদনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ মত প্রকাশ করেন। এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর বিজ্ঞানীবৃন্দ পারস্পরিক সহযোগীতার মাধ্যমে স্বল্প ও দীর্ঘ মেয়াদী
পরিকল্পনা গ্রহণ করলে তা উপকুলীয় অঞ্চলের প্রয়োজনের নিরীখে জলামগ্নতা সহিষ্ণু উচ্চ ফলনশীল ধানের জাত উৎপাদনে।
