দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
করোনা মহামারির কারণে দীর্ঘ বন্ধের পর আগামী ৩০ সেপ্টেম্বর খুলে দেওয়া হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যা¤পাস। প্রথম ডোজ টিকা গ্রহণ সাপেক্ষে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে এবং শিক্ষার্থীদের জন্যে হলগুলো খুলে দেওয়া হবে। শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৮তম রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রিজেন্ট বোর্ডের সচিব পবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. কামরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, ‘সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম ও শিক্ষার্থীদের হল খুলে দেওয়া হবে। ৩০ সেপ্টেম্বর সপ্তম সেমিস্টার ও মাস্টার্স এবং ১৮ অক্টোবর থেকে দ্বিতীয় ও পঞ্চম সেমিস্টারের কার্যক্রম চালু করা হবে। তিনি আরও বলেন, ‘সভায় শিক্ষার্থীদের টিকা ও স্বাস্থবিধির বিষয়টি নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা অবশ্যই প্রথম ডোজ টিকা গ্রহণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ে ক্লাসে অংশ নিতে ও হলে প্রবেশ করতে পারবেন।’
পবিপ্রবি খুলছে ৩০ সেপ্টেম্বর
- সেপ্টেম্বর ২৭, ২০২১
- ১১:৪১ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
সর্বশেষ
বরিশাল বারের সাবেক সভাপতি এ্যাড. বাবলুর উপর হা*ম*লা
৭:৪৩ অপরাহ্ণ
নগরীতে প্রতিপক্ষের হামলায় নারী সহ আহত ৩
৬:৪৮ অপরাহ্ণ
ববির তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে মৌরী-এনামুল
৬:১২ অপরাহ্ণ