৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) ছাত্রলীগ শাখার সভাপতি আরাফাত ইসলাম খান সাগর কে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বহিষ্কার আদেশ জারি করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ একটি লিখিত বিজ্ঞপ্তি প্রদান করেন।

আজ ২৯ সেপ্টেম্বর (শুক্রবার), বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক জানানো হয় যে,” শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরাফাত ইসলাম খান সাগর (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) কে তার স্বীয় পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। একই সাথে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব উল্লেখিত ব্যক্তিকে আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হলো।”

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার)আরাফাত ইসলাম খান সাগর ও তার কয়েকজন অনুসারীদের বিরুদ্ধে চাহিদা অনুযায়ী চাঁদা না পেয়ে নির্মাণাধীন শেখ রাসেল হল ও শেখ হাসিনা হলের রড ভ্যানে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা বাধা দিলে তাদের মারধর করলে বুধবার রাতে দুমকী থানা ও উপাচার্য বরাবর অভিযোগ দেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রকল্প ব্যবস্থাপক এনামুল হক।

পবিপ্রবির নির্মানাধীন শেখ হাসিনা ও শেখ রাসেল হলের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদায়ের গোপন ভিডিও ফাঁস হয়েছে। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য জায়গায় সমালোচনার ঝড় তুলেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ