২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

পল্লি বিদ্যুতের ছেড়া তারে ও বন্যার পানিতে দুজনের মৃত্যূ

সোহেল, বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার সকালে বন্যার পানিতে ডুবে মনিরা (০৪) নামে এক শিশুর এবং বৃহস্পতিবার সন্ধ্যায় মাছ ধরতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেড়া তারে স্পৃষ্ট হয়ে মাহবুব হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মনিরা উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের জসীম আকনের মেয়ে ও মাহাবুর গ্রামের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামে ফারুক হোসেনের ছেলে।
স্থানীয় সুত্রে জানাযায়, গত তিন দিনের ভারি বৃষ্টি এবং লঘুচাপের প্রভাবে মাঠ-ঘাট ও বাড়ির আঙ্গিনা পানিতে তলিয়ে শুক্রবার সকালে শিশু মনিরা সকলের অগচরে বাড়ির আঙ্গিনার পানিতে ডুবে মারা যায়। অপরদিকে বৃহষ্পতিবার সন্ধায় বাড়ির পেছনে মাঠে মাহবুব মাছ ধরতে যায়। এসময় মাটিতে পরে থাকা পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে মাহবুব বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায়। এ সকল ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া আঞ্চলিক ডিজিএম নিত্যা নন্দ কুন্ডু জানান, ঝড়ের সময় আমাদের লোকজন প্রত্যন্ত এলাকায় কাজ করছিল। ওই স্থানে তার ছেড়ার অভিযোগ আমাদের কেউ না দেয়ায় অনাকাক্সিক্ষত দুর্ঘটনাটি ঘটেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ