১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাবুগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে শশুরের কবর খুঁড়লো জামাই উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে গৌরনদীর যুবদল নেতার চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন তারেক রহমান ভুল বানানে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন, সমালোচিত ডিসি! তালতলীতে পাওনা টাকা চাওয়ায় পেটে কেচি ঢুকিয়ে দিলেন নর সুন্দর বাবুগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে শ্বশুড়ের কবরের মাটি খুঁড়লেন নেশাখোর স্বামী! বরিশালে চাচার বসতঘরে আগুন দিলো ভাতিজা বিএম কলেজ ছাত্রাবাসের পলেস্তারা খসে পরে আহত চার শিক্ষার্থী বরিশালে এলজিইডি’র প্রকৌশলীর অপসারণ চান ঠিকাদাররা বরিশালে বর্ণাঢ্য আয়োজন চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাথরঘাটায় চাঁদা না দেওয়ায় স্কুল শিক্ষককে পিটিয়েছেন সন্ত্রাসীরা

নিজস্বপ্রতিবেদক: পাথরঘাটায় দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় এক স্কুলশিক্ষককে পিটিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। গত মঙ্গলবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করে। আহত স্কুল শিক্ষক পাথরঘাটা রহিতা গ্রামের মৃত তোফাজ্জেল আলীর ছেলে খলিলুর রহমান (৪৫)। আহত সূত্রে জানা গেছে মন্টু মোল্লার ছেলে বকাটে রনি মোল্লা বেশ কিছুদিন যাবৎ স্কুলশিক্ষক খলিলুর রহমানের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।আর টাকা না দেওয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয় রনি মোল্লা। গত মঙ্গলবার সকালে খলিলুর রহমান তার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এর উদ্দেশ্যে রওনা দিলে রহিতা করমজা বাজার থেকে মোটরসাইকেলে জোর পূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী উত্তর রহিতা সামসুল হকের বাড়ির সামনে নিয়ে মারধর করে। এসময় মন্টু মোল্লার ছেলে রনি মোল্লা, বেল্লাল দফাদার, মামুন আকন সহ অজ্ঞাত চার-পাঁচ জন লাঠি ও রড দিয়ে পিটিয়ে খলিলুর রহমানকে গুরুতর জখম করে। পরে খলিলুরে চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহত খলিলুর রহমান শেবাচিমের অর্থ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ