বরগুনার পাথরঘাটার হরিণঘাটা পর্যটন কেন্দ্র থেকে দুই জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি বন্দুক ছয় রাউন্ড গুলি ও দুটি ছোরা উদ্ধার করা হয়।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরিণঘাটা পর্যটন কেন্দ্রের পাঁচতলা ওয়াচ টাওয়ারের নিচ থেকে রিপন বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের মহসিনের ছেলে রিয়াজ (২৩) ও একই গ্রামের মন্নানের ছেলে রাজু (২৫)।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, গোপন সংবাদে জানতে পারি হরিণঘাটা পর্যটন কেন্দ্রে রিপন বাহিনীর লোকজন সাগরে ডাকাতি করার জন্য পূর্ব প্রস্তুতির বৈঠক করছে।
এমন সংবাদে কোস্টগার্ডের একটি দল পর্যটন কেন্দ্রে অবস্থান নেয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোড়ে পরে কোস্টগার্ড পাল্টা গুলি ছুড়লে বনের মধ্য দৌড়ে পালানো সময় দুজনকে দুটি অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। বাকিরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।
রিপন বাহিনীর রিপনের বাড়ি তালতলী উপজেলার বগা এলাকায়। আটককৃতদের বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করবে।