পটুয়াখালী প্রতিনিধি :: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী বলেছেন, পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন নিয়ে যেসব নেতিবাচক গুজব ছড়ানো হচ্ছে সেটি ঠিক নয়। আগামী একবছরের মধ্যে দেশের অন্যতম ও তৃতীয় সমুদ্র বন্দর পায়রা পূর্ণাঙ্গ রূপে কর্যক্রম শুরু করবে বলে জানান তিনি।
রোববার (২৬ জুলাই) সকালে পটুয়াখালীর পায়রা বন্দরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, সম্প্রতি বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণের জন্য চীনা কোম্পানির সাথে চুক্তি হয়েছে, শিগগিরই কাজ শুরু হবে। ইতিমধ্যে পায়রা বন্দরে ৭৩ জাহাজ পণ্য খালাস করেছে যার মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ ১৭৮ কোটি টাকা রাজস্ব আয় করেছে। এটি সূচনা মাত্র, এখান থেকে হাজার হাজার কোটি টাকা উপার্জন হবে- এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে পায়রা বন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপন করেন তিনি।
এসময় পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য মুহিব্বুর রহমান, সংরক্ষিত সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, পায়রা বন্দরের চেয়ারম্যান কমোডর হুমায়ন কল্লোল, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো. শহিদুল হক উপস্থিত ছিলেন।