অনলাইন ডেস্ক :: পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) আবু আলী মো সাজ্জাদ হোসেনসহ পরিবারের ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার (০২ আগস্ট) আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক নিজেই।
এসময় জেলা প্রশাসক আবু আলী মো সাজ্জাদ হোসেন জানান, তিনি সহ তাঁর স্ত্রী, মা, দুই সন্তান ও একজন গৃহকর্মীর করোনা পজিটিভ এসেছে। তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টে শুক্রবার (৩০ জুলাই) করোনা পজিটিভ আসলেও পরিবারের অন্যান্য সদস্যদের সোমবার (২ আগস্ট) করোনা পজিটিভ আসে।
আক্রান্ত সবাই বাসায় আইসোলেশনে আছেন। এবং সবাই সুস্থ আছেন বলেও জানান জেলা প্রশাসক আবু আলী মো সাজ্জাদ হোসেন।