পিরোজপুর প্রতিনিধিঃপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বজ্রপাতে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ জুন) দুপুরের দিকে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের পূর্ব গুয়ারেখা গ্রামের এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- গুয়ারেখা গ্রামের মৃত আব্দুল কাদেরের পুত্র আবুল কালাম (৫১) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪০)।
গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর জানান, দুপুরে রান্নাঘরের টিন মেরামতের জন্য আবুল কালাম রান্না ঘরের চালের উপরে ওঠে তখন তার স্ত্রী জাহানারা বেগম রান্নাঘরের নিচ থেকে সাহায্যে করছিলো। এসময় হঠাৎ তাদের উপরে বজ্রপাতের ঘটনা ঘটলে তারা স্বামী ও স্ত্রী দুইজনই মারা যায়।
