২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পিরোজপুরের যুবলীগ নেতা কথিত মদ বাবু ঢাকায় গ্রেপ্তার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের একনিষ্ঠ কর্মী ও যুবলীগ নেতা বাবু হাওলাদার ওরফে মদ বাবুকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুরে ডিবি পুলিশ গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বাবু হাওলাদার পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের আব্দুর রশিদ শেখ এর ছেলে।

মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের জুলাই মাসে ঢাকার কবি নজরুল ইসলাম কলেজে গেট এলাকায় স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় কথিত মদ বাবু। শিক্ষার্থী হত্যা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতায় জড়িত থাকার অভিযোগে কেরানীগঞ্জ থানার চর কালীগঞ্জ গ্রামের মো. শাহ আলমের স্ত্রী কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ ৮৮ জনের নামে এবং অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় বাবু হাওলাদার ওরফে মদ বাবু ৪২নং আসামি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, বাবু হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় ২০২৩ সালের ১২ ডিসেম্বর একটি হত্যা মামলা করা হয়। এ ছাড়াও গত বছরের ২৪ আগস্ট পিরোজপুর সদর থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়।

সর্বশেষ