কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। তাঁর নাম মো. আবু বকর সিদ্দিক (২১)। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১টার দিকে আবু বকর সিদ্দিক তাঁর ঘরে গিয়ে সবার অগোচরে জানালার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে বাসার লোকজন দেখতে পেয়ে তাঁকে নামিয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কাউখালী আসপর্দ্দি বাসষ্ট্যান্ড এলাকার বাসিন্দা নজরুল ইসলামের তিন ছেলের মধ্যে আবু বকর সিদ্দিক ছিলেন সবার ছোট। প্রায় দেড় বছর আগে বিয়ে করেন আবু বকর সিদ্দিক। কী কারণে আবু বকর সিদ্দিক আত্মহত্যা করেছেন, এ বিষয়ে তাঁর পরিবারের লোকজন কিছু বলতে পারেননি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম।