১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে গাছ কাটতে গিয়ে শ্রমিক নিহত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে গাছ কাটতে গিয়ে গাছের চাপায় আব্দুর রহিম হাওলাদার (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর ভবানিপুর গ্রামের লোকমান হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত আব্দুর রহিম উত্তর ভবানিপুর গ্রামের আফজাল হাওলাদারের ছেলে।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে শ্রমিক আঃ রহিম এলাকার লোকমান হাওলাদারের বাড়িতে একটি চম্বল গাছ কাটার সময় গাছের একটি ডাল অসাবধানতার কারণে গাছকাটা শ্রমিক আব্দুর রহিমের গায়ের উপরে এসে পড়ে। এতে ঘটনাস্থলে সে চাপা পড়ে মারাত্মক আহত হয়।পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুর রহিম মারা যান।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান, গাছ কাটতে গিয়ে গাছ চাপায় আব্দুর রহিম নামে এক শ্রমিক গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সর্বশেষ