মঠবাড়িয়া প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে একটি পরিবারের উপর হামলা করেছে প্রতিপক্ষরা। হামলায় বাড়ির মালিক কামাল কিছুটা মারধরের শিকার হয়ে দৌঁড়ে পালিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হলেও স্ত্রী রোকেয়া বেগমকে বেধড়ক পিটিয়ে হাত ভেঙে দেয় দেয় দুর্বৃত্তরা।
বুধবার সকালে ৯ নং সাপলেজা ইউনিয়নের ১ নং ওয়ার্ড কচুবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিমে রেফার করেন।
জানা গেছে, ভুক্তভোগী কামাল হোসেন পিতার ১ অংশ ও চাচার ১ অংশ মূলে দুইজনের নিকট থেকে ২০ কাঠা জমি ক্রয় করেন।এরমধ্যে এক প্লটে সাড়ে ১৫ কাঠা আরেক প্লটে সাড়ে ৪ কাঠা জমি প্রাপ্ত হন কামাল হোসেন।কিন্তু প্রতিপক্ষরা শালিস ব্যবস্হায় রোয়েদাদ নামা অমান্য করে কয়েকদিন ধরে ভয়ভীতি ও হামলার হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে নিজাম,জাফর, দ্বীন ইসলাম, রাজিব, জাকির, টিটুসহ ৭/৮ জন সংঘবদ্ধ হয়ে এ হামলা চালায় বলে দাবি হামলার শিকার ভুক্তভোগী ওই পরিবারটির।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ নূরুল ইসলাম বাদল বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধের জের ধরে মারামারির ঘটনা সংঘটিত হয়েছে। এক পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।