পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে ঘুর্ণিঝড় ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অর্ধশত ব্যাক্তির মাঝে ঢেউটিন ও চেক বিতরন করা হয়েছে। সোমবার (১১অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পিরোজপুর সদর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে চেক বিতরন করেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি। অনুষ্ঠানে প্রতিজন ক্ষতিগ্রস্থকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় হতে প্রাপ্ত ৩ হাজার টাকার একটি চেক ও একবান ঢেউটিন প্রদান করা হয়। এর আগে মন্ত্রী পিরোজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী দুগ্ধ খামারী ও দুগ্ধ প্রক্রিয়াজাতকারীদের মাঝে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বিতরন করেন। পরে মন্ত্রী পিরোজপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার বশির আহমেদ এর সঞ্চালনায় শহীদ ওমর ফারুক মিলনায়তনে “মধ্যম আয়ের দেশে উন্নিত বাংলাদেশ, তারুন্যের ভাবনায় মিট দ্যা মিনিস্টার শ. ম. রেজাউল করিম এমপি মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়” শীর্ষক এক সংলাপে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী।
