পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদ গাজী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ভুক্তভোগী স্কুলছাত্রীর মায়ের করা মামলায় বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার ওই স্কুলছাত্রীকে বাসায় একা পেয়ে একই এলাকার আলতাফ গাজীর ছেলে মাসুদ গাজী তাকে ধর্ষণ করে। এ সময় স্কুলছাত্রীর চিৎকার শুনে তার মা বাড়িতে আসলে তার মাকে আঘাত করে মাসুদ গাজী পালিয়ে যান। পরে বিষয়টি মাসুদ গাজীর অভিভাবকে জানানো হলে তারা উল্টো ভুক্তভোগীর মা-বাবাকে হুমকি দেন। সেই সাথে মামলা যাতে না করতে পারেন, সেজন্য ভুক্তভোগীদের বাড়িতে বহিরাগত লোক এনে পাহারা দেন। পরে আজ শুক্রবার দুপুরে কৌশলে ইন্দুরকানী থানায় গিয়ে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে মাসুদ গাজীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ওই ছাত্রীর মায়ের করা মামলায় মাসুম গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। একইসাথে স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।