৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
সহকারী এটর্নি জেনারেল হলেন গলাচিপার কৃতি সন্তান এ্যাড. মশিউর রহমান রিয়াদ গলাচিপা-রাঙ্গাবালীতে জীবনের ঝুঁকি নিয়ে চলছে স্পীডবোটে যাত্রী পারাপার মনপুরার মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লা*শ উদ্ধার জাতীয় সঙ্গীত নয়, অর্থনীতি নিয়ে ভাবনার আহবান নতুনধারার মাদারীপুরে জমিজমার বিরোধের জেরে এক কৃষককে কু*পিয়ে জখম ঝাটকা ইলিশ-- আব্দুস সাত্তার সুমন চরফ্যাশনে এসটিএস হাসপাতালের ফ্রী মেডিকেল ক্যাম্পেইন বানারীপাড়ায় জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩ রাঙ্গাবালীতে ধানক্ষেতে ছাগল যাওয়া নিয়ে দু’পক্ষের সং*ঘ*র্ষ, আ*হ*ত ৬ গলাচিপায় ৭ দফা দাবিতে ইসলামী আন্দোল গণসমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি :: সারা দেশের ন্যায় পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে পিরোজপুর জেলা শ্রমিক লীগের আয়োজনে শহরের টাউন ক্লাব থেকে একটি বর্নাঢ্য আনন্দ র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে। পরে শহরের সদর উপজেলার পরিষদের শহীদ ওমর ফারুক স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পিরোজপুর জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক।
পিরোজপুর জেলা শ্রমিকলীগের প্রচার সম্পাদক হান্নান শেখের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম সিকদার মন্টু, জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি মো: লোকমান শেখ, সহ-সভাপতি নুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার উদ্দিন খোকন, সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি রফিকুল ইসলাম খোকন, পৌর শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম জনি সহ শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ১৯৬৯ সালের ১২ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। এরপর থেকে শ্রমজীবী মানুষের দাবি আদায়সহ অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক লীগ অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীর দিক-নিদর্শনা অনুযায়ী শ্রমিকলীগের নেতৃবৃন্দ কাজ করে যাবে।

 

 

সর্বশেষ