৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
রাজাপুরে বিএনপি কার্যালয় এখন নৌকার নির্বাচনী অফিস বাংলাদেশী শ্রমিকদের সমস্যা নিরসনে মিশন উপপ্রধান ও সৌদি আরব পূর্বাঞ্চল মানবসম্পদ প্রধানের মতবিনিময় শাহজাহান ওমরের চেয়ে স্ত্রীর নগদ টাকা পাঁচ গুণ বেশি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সৌদিআরব শুরা কাউন্সিল সদস্যদের সাথে বাংলাদেশি রাষ্ট্রদূতের মতবিনিময় ঝালকাঠিতে শাহজাহান ওমরের সমর্থনে বিএনপির ৪৫ নেতাকর্মীর পদত্যাগ বরিশালে অবরোধ সফল করতে মহানগর বিএনপির মশাল মিছিল নভেম্বরে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় পাঁচ শতাধিক মৃত্যু ৪৬তম বিসিএসের আবেদন শুরু ১০ ডিসেম্বর থেকে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ : সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা রাজাপুরে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পিরোজপুরে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস উদ্যাপন

পিরোজপুর প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুর মুক্ত দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শহরের ভাগিরথী চত্তরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়। প্রথমে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হেপী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। এর পরপরই পুষ্পমাল্য অর্পন করেন সিভিল সার্জন, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা শিক্ষা অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী বেসরকারী অফিস, বিভিন্ন সামাজিক সংগঠন ও এর নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পন শেষে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউনক্লাব মাঠে স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়।

পরে টাউনক্লাব মাঠে স্বাধীনতা মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সন্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ