পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে পিস্তল সহ মো:শিপন (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দাপুলিশ।বৃহস্পতিবার(৪ নভেম্বর) রাতে তাকে শহরের বলেশ্বর ব্রীজের টোল ঘর এলাকা থেকে আটক করা হয়। আটককৃত শিপন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সাংপাচপোতা গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।
জেলা পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুর রহমান ওই যুবককে পিস্তল সহ গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে পুলিশ গ্রেফতার করেছে।
পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসাইন জসিম জানান, গোয়েন্দা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে রাতে সাড়ে ১০টার দিকে বলেশ্বর ব্রীজ টোল ঘর এলাকা থেকে পিস্তল সহ আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে তার কাছে থাকা ওই পিস্তলটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।