৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

পিরোজপুরে বস্তাভর্তি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) পিরোজপুরের ইন্দুরকানিতে অভিযান চালিয়ে বস্তায় বস্তায় গাঁজা উদ্ধার করেছে। এবং মো. জাকির হোসেন (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

র‌্যাবের একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (৭ এপ্রিল) বুধবার বিকেলে ইন্দুরকানি উপজেলার টগরা ফেরিঘাট এলাকা থেকে কুমিল্লার এই ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযানের বিষয়টি বৃহস্পতিবার এক ইমেল বার্তায় গণমাধ্যমকে নিশ্চিত করে বরিশাল র‌্যাব রুপাতলী অফিস।

র‌্যাব সূত্রের খবর হচ্ছে, বুধবার বিকেলে তাদের একটি টিম টহলকালে খবর আসে টগরা ফেরিঘাট এলাকায় কতিপয় ব্যক্তি মাদকের লেনদেন করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে হানা দিলে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে গ্রেফতার করে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি স্বীকার করে তার বাড়ি কুমিল্লার বুড়িচং থানার পূর্ণমতি পশ্চিম পাড়া গ্রামে এবং তার বাবার নাম মো. আব্দুর রাজ্জাক। এসময় র‌্যাব সদস্যরা তার কাছ থেকে বস্তাভর্তি ১২ কেজি গাঁজা উদ্ধার করে।

এই ঘটনায় ইন্দুরকানি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন র‌্যাবের ডিএডি মোঃ এনামুল হক।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ