পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের ইন্দুরকানীতে ঘুষ গ্রহণ ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদ্রাসার এক সুপারকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
গত সোমবার উপজেলার পত্তাশী ইউনিয়নের পশ্চিম চরণী পত্তাশী রহিম উদ্দিন স্মৃতি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ এমএ কালাম স্বাক্ষরিত এক চিঠিতে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আমিনুল ইসলামকে সাময়িক অব্যহতি দেওয়া হয়।
অব্যাহতিপত্র সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুস গ্রহণ, অর্থ আত্মসাৎ, শিক্ষক কর্মচারীদের সঙ্গে অসদাচরণ ও স্বেচ্চাচারিতাসহ নানাবিধ অভিযোগ উঠে। পরে গত ১৯ আগস্ট ম্যানেজিং কমিটির সভায় তাকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত হয়।
এ ব্যপারে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এমএ কালাম বলেন, সুপারিনটেনডেন্ট আমিনুল ইসলামের বিরুদ্ধে নানাবিধ লিখিত ও মৌখিক অভিযোগ রয়েছে। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।