১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
কুয়াকাটা সৈকতে মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে অনিয়মকে নিয়মে পরিণত করতে চান প্রধান শিক্ষক! কলাপাড়ায় ৭ দফা দাবিতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন বরিশাল বারের সাবেক সভাপতি এ্যাড. বাবলুর উপর হা*ম*লা বরিশালে পরিবহন থেকে মাছ ছিনতাই মামলার আসামী নিরাপরাধ যুবক(!) ইসলামী আন্দোলন বাংলাদেশ শায়েস্তাবাদ ইউনিয়ন সভাপতির উদ্যোগে ২০ বছরের অধিক সময় অবহেলীত রাস্তা সংস্ক... উজিরপুরে গাছ কাটতে গিয়ে মাথায় আঘাত পেয়ে ব্যবসায়ীর মৃ*ত্যু নগরীতে প্রতিপক্ষের হামলায় নারী সহ আহত ৩ বরিশালে যুবদল নেতাকে কু*পি*য়ে গরম পানি ঢে*লে দিলেন সাবেক ছাত্রদল নেতা বরিশালে শহীদদের তালিকা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে : জেলা প্রশাসক

পিরোজপুরে ভেসে গেছে ২ হাজার মাছের ঘের

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি :: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি উচ্চতার পানিতে এসব মাছের ঘের ছাড়াও আউশ ধান, বীজতলা, সবজি ক্ষেতের বিপুল ক্ষতি হয়েছে। এছাড়া জেলার দক্ষিণ ও নিম্নাঞ্চলে বেড়িবাঁধ ও নদীর চারটি স্থানে প্রায় সাত কিলোমিটার ভেঙে গেছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে জেলার ৫৯৬ হেক্টরের ২১৫৭টি মাছের ঘের তলিয়ে গেছে। এতে পাঁচ কোটি ৬০ লাখ টাকার মাছ ভেসে গেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহাবুবে মওলা মো. মেহেদী হাসান জানান, বিভিন্ন বাঁধের চারটি পয়েন্টে ভেঙে জোয়ারের পানি ভেতরে প্রবেশ করায় ফসলি জমি ও মাছের ঘের তলিয়ে গেছে।

“হুলারহাট-ইন্দুরকানী বাঁধের ৩ বিলোমিটার, মঠবাড়িয়ায় বিভিন্ন নদ-নদীর প্রায় সাড়ে ৩ কিলোমিটার এবং অন্যান্য স্থানে ৭৮০ মিটার ভাঙন হয়েছে।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক চিন্ময় রায় জানান, ১৬৭ হেক্টর আউশ বীজতলা, ৭৩১৮ হেক্টর আঊশ আবাদ, ১৩৩৫ হেক্টর বিভিন্ন জাতের সবজি, ১৪১ হেক্টর পান, ১৬৫ হেক্টর কলা, ৮ হেক্টর পেঁপে, ১৮ হেক্টর মরিচ, ১৫ হেক্টর হলুদ, ৫ হেক্টর আদা, ১ হেক্টর তিল, ১৬৬ হেক্টর পাট এবং ৫ হেক্টর ভুট্টা ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।

এদিকে, জেলা প্রশাসনের উদ্যোগে জেলার পানিবন্দি মানুষদের মাঝে খিচুড়িসহ বিভিন্ন ধরনের শুকনা খাবার পরিবেশন করা হয়েছে। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ খাবার বিতরণ করেন।

সর্বশেষ