পিরোজপুর প্রতিনিধি ::: অনাবৃষ্টি ও গরমের কারণে এ বছর পিরোজপুরে মাল্টার ফলন কম হয়েছে। এতে উৎপাদন খরচ উঠা নিয়ে শঙ্কায় চাষিরা। এ থেকে উত্তরণে চাষিদের নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।
বর্তমানে পিরোজপুরে বাণিজ্যিকভাবে মাল্টা চাষ হচ্ছে। দামে কম, রসালো এবং সুস্বাদু হওয়ায় এখানকার মাল্টার চাহিদা রয়েছে দেশজুড়ে। তাই জেলার চাহিদা পূরণ করে মাল্টা ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। গেল বছরের তুলনায় এবছর পিরোজপুরে মাল্টার ফলন কম হয়েছে।
চাষিদের ভাষ্যমতে, অনাবৃষ্টি ও প্রচণ্ড গরমের কারণে মাল্টার ফুল ঝরে পড়ছে। মাল্টার আকারও তুলনামূলকভাবে ছোট হচ্ছে। এছাড়া মাল্টা পরিপক্ক হওয়ার আগেই লাল হয়ে ঝরে পড়ছে। এতে দুশ্চিন্তায় পড়েছে চাষিরা।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে মাল্টার উৎপাদন বাড়াতে চাষিদের নানা পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম।
পিরোজপুর জেলায় ছোট বড় দুই হাজারেরও বেশি মাল্টা বাগান রয়েছে। এবছর সাড়ে ৩ হাজার চাষি ২৫৩ হেক্টর জমিতে মাল্টা চাষ করেছেন।