পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে ব্যাটারিচালিত মিশুকের চাকায় পিষ্ট হয়ে মো. মেহরাব হোসেন নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত মেহেরাব হোসেন চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী মো. শাহজামালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টা সময় মেহেরাব তার মায়ের সাথে নানা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সড়কের পাশে দাঁড়ায়। এ সময় বিপরীত দিক দিয়ে একটি ব্যাটারিচালিত মিশুক দ্রুত গতিতে এসে শিশুটিকে চাপা দেয়। মারাত্মক আহত অবস্থায় মেহেরাবকে কাউখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে শিশুটি মারা যায়।
কাউখালী থানার ওসি মো. বনি আমিন সড়ক দুর্ঘটনায় শিশু নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।