২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

পিরোজপুরে রাতে সন্তান প্রসব করে সকালে পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী পেলো জিপিএ-৫

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুরে রাতে সন্তান প্রসাব করে সকালে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে হাসিনা আক্তার নামের এক প্রসুতি। তিনি উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের মো. রায়হান ফকিরের স্ত্রী এবং জেলার সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মো. হালিম হোসেন হাওলাদারের কন্যা ও স্থানীয় দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। সোমবার (২৮ নভেম্বর) প্রকাশিত ফলাফলে তিনি জিপিএ-৫ পেয়েছেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল কুমার রায় জানান, হাসিনা আক্তার চলতি ফলাফলে জিপিএ-৫ পেয়েছে। সে এসএসসি পরীক্ষায় পিরোজপুর সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দেয়। তিনি জানান, প্রথম পরীক্ষার দিন বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের পরীক্ষার আগের দিন অর্থাৎ বুধবার রাতে বাচ্চা প্রসাব করে। পরের দিন পরীক্ষায় অংশ নেয়। হাসিনা আক্তার বিজ্ঞান বিভাগের অত্যান্ত মেধাবী ছাত্রী। ওই প্রসূতির মা সাজেদা বেগম জানান, তার কন্যা হাসিনা আক্তারকে গত এক বছর আগে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের চাঁন মিয়া ফকিরের ছেলে মো. রাহেন ফকিরের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। এসএসসি পরীক্ষার আগের রাতে বুধবার (১৪ সেপ্টেম্বর) তার শ্বশুর বাড়িতে বসে স্বাভাবিক ভাবে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। হাসিনা পড়া-লেখার প্রতি অত্যান্ত আন্তরিক। তাই সে রাতে বাচ্চা প্রসাব করেও সকালে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ