পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরে লাঠিসোটা নিয়ে গণমিছিল করে ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকেরা। আজ রোববার সকাল সাড়ে ১০টায় পুরাতন স্ট্যান্ড থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করে শতাধিক মানুষ। এরপর সিও অফিস মোড় প্রদক্ষিণ করে শহরে আসার পথে মহিলা কলেজ মোড়ে ছাত্রলীগ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা ছাত্রলীগের ১৫ থেকে ২০টি মোটরসাইকেল ভাঙচুর চালায়। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী আহত হয়। পরে লাঠিসোটা নিয়ে পুরাতন স্ট্যান্ডে অবস্থান নেয় আন্দোলনকারীরা।
এ ঘটনার পর বেলা ১১টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে অবস্থান নেয়। ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়।
পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভাপতি একেএমএ আউয়ালের নেতৃত্বে নেতা-কর্মী নিয়ে শহরে অবস্থান করে আওয়ামী লীগ। এ ছাড়া দলের কয়েক শতাধিক নেতা-কর্মী শহরে অবস্থান নেয়। জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থানের পাশাপাশি বিকেল ৪টায় বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন র্কমসূচী ঘোষণা করা হয়।