৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

পিরোজপুরে ২৪ ঘন্টায় করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৪

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুর শহরে কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে শহরের বাজার ও গ্রাম্য বাজার গুলোতে মানছে না স্বাস্থ্যবিধি। গত ২৪ ঘন্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার পিরোজপুর জেলা হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে জেলা হাসপাতালে ৪৪ জন, ভান্ডারিয়ায় ১২ জন, নাজিরপুরে ৬ জন, নেছারাবাদে ৪ জন এবং কাউখালীতে ৩ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘন্টায় ১৫৯ টি নমুনা পরিক্ষা করে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় সংক্রমনের হার শতকরা ৫২ শতাংশ।

সিভিল সার্জন ডা: মো: হাসনাত ইফসুফ জাকী জানান, জেলায় গত ২৪ ঘন্টায় ১৫৯ টি নমুনা পরীক্ষা করে ৮৪ জনকে পজেটিভ পাওয়া গেছে। জেলা হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রন্ত রোগীদের সংখ্যা বাড়ছে। সংক্রমনের হার শতকরা ৫২ শতাংশ। জেলা হাসপাতালে রোগীদের কিছুটা চাপ রয়েছে তবে আমাদের সেন্টাল অক্সিজেন সহ পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রয়েছে।

জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, সকাল থেকেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, আনসার মাঠে থেকে যৌথ ভাবে কাজ করে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় ২৮ টি মামলায় ৬৫ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা চলমান রয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ