মঠবাড়িয়া প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়ায় কবুতরখালী এলাকা থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে দক্ষিন কবুতরখালী কেয়ারের রাস্তায় তার লাশ পড়ে ছিল।
নিহত সোবাহান প্যাদা (৫৫) গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ কবুতরখালী গ্রামের মৃত. তোজাম্বর আলী প্যাদার পুত্র। ১৫ বছর পূর্বে প্রবাসী কর্মসংস্হান শেষে দেশে ফিরে কৃষি কাজ করতেন তিনি।
বুধবার ভোরে তার লাশ পড়ে থাকতে দেখে স্হানীযরা পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ১১ টায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পিরোজপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
স্হানীয়দের ধারনা, অন্য কোন স্হানে হত্যার পর লাশটি এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ৪ জন স্ত্রী থাকায় পারিবারিক কলহের জের ধরেও এ ঘটনা ঘটতে পারে বলে জানান তারা।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, নিহতের মুখমন্ডলে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে ধারনা করা হচ্ছে।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।