৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুর রিপোর্টার্স ইউনিটি’র কমিটি গঠন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে পেশাদার সাংবাদিকদের নতুন প্লাটফর্ম হিসেবে আত্ম প্রকাশ ঘটেছে পিরোজপুর রিপোর্টার্স ইউনিটি-(পিআরইউ)। রবিবার (২১ জুন) রাতে শহরের পুরাতন কালেক্টরেট ভবনে পিরোজপুর রিপোর্টার্স ইউনিটি-(পিআরও) এর অস্থায়ী কার্যালয়ে শহরে কর্মরত সাংবাদিকদের এক সভায় পিরোজপুর রিপোর্টার্স ইউনিটির দু’বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠিত হয়। এতে বিটিভি ও যুগান্তর পত্রিকার পিরোজপুর জেলা প্রতিনিধি এস এম পারভেজ কে সভাপতি এবং বাংলাভিশন টিভি ও দি ডেইলী ট্রাইবুনাল পত্রিকার পিরোজপুর জেলা প্রতিনিধি কুমার শুভ রায় কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পিরোজপুর রিপোর্টার্স ইউনিটি- (পিআরইউ) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যন্যরা হলেন সহ-সভাপতি শিরিনা আফরোজ (একুশে টিভি ও কালেরকন্ঠ), সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ (বাংলা টিভি), সহ-সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ নাহিদ (আরটিভি), সাংগঠনিক ও দপ্তর সম্পাদক কবির হোসাইন (দীপ্ত টিভি), অর্থ সম্পাদক মাহামুদুর রহমান মাসুদ (মানবজমিন ও জাগোনিউজ২৪.কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক সিদ্ধার্থ মজুমদার (ঢাকা প্রতিদিন), সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন চৌধুরী (নিউজ২৪ টিভি) এবং কার্য নির্বাহী সদস্য হিসেবে খালিদ আবু (দৈনিক আমাদের সময়), এইচ এম লাহেল মাহমুদ (বাংলানিউজ২৪.কম), হাসান মামুন (আলোকিত বাংলাদেশ ও দি এশিয়ান এইজ), এস এম তানভীর আহমেদ (বাংলাদেশ প্রতিদিন), মসিউর রহমান রাহাত (এসএ টিভি), জিয়াউল হক (সময় টিভি), মো: তামিম সরদার (ইন্ডিপেনডেন্ট টিভি) ও রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ^র)। এদিকে নব-গঠিত পিরোজপুর রিপোর্টার্স ইউনিটি-(পিআরইউ) কে স্বাগতম জানিয়েছেন জেলার কর্মরত অন্য সাংবাদিকরা।

সর্বশেষ