২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর আটক

এম.এ.আর.নয়ন

নিজ পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন শ্বশুর নাজিমউদ্দীন বিশ্বাস (৬৯)। পুত্রবধূর অভিযোগের ভিত্তিতে সোমবার (২৯শে নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিক পাড়া থেকে তাকে আটক করে চুয়াডাঙ্গা থানা পুলিশ।

পুলিশ জানায়, আটককৃত নাজিমউদ্দীন বিশ্বাস ভিকটিমের শ্বশুর। সোমবার সকালে ভিকটিম রান্নাঘরে গৃহস্থালীর কাজ করছিলেন। আচমকা তার শ্বশুর পিছন থেকে জড়িয়ে ধরে তার শ্লীলতাহানি করেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় পুত্রবধূর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং শ্বশুরকে আটক করেন।

পুলিশ আরও জানায়, তার শ্বশুর এর আগেও বিভিন্ন সময়ে কু-রুচিপূর্ণ, অশ্লীল কথাবার্তাসহ তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। পুত্রবধু বিষয়টি শাশুড়ি ও স্বামীকে জানালেও তারা চুপ ছিলেন। এ ঘটনায় পুত্রবধূ বাদি হয়ে শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। চুয়াডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ