৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
হুন্ডিবাজদের সনাক্ত করে কঠোর ব্যবস্থা নিলে সৌদিআরব থেকে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে ভোট বিপ্লবে চমক দেখাতে চান হাতি মার্কার মেয়র প্রার্থী আসাদুজ্জামান ভান্ডারিয়ায় মোবাইল ছিনতাই কে কেন্দ্র করে পিতা পুত্রকে মারধর  পটুয়াখালীতে শহীদ সেনা অফিসার হাবিবুর রহমানের পরিবারে "সেনা নিকেতন" এর চাবি হস্তান্তর সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ভুমিকা রাখছে যায়যায়দিন- ববি ভিসি উজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে কৃষককে কুপিয়ে জখম  লম্পটের লালসার শিকার হয়ে এসএসসি ফলপ্রার্থীর আত্মহত্যা ।। বাউফলে কোস্ট গার্ডের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান বরিশালে মুক্তিযোদ্ধা আক্কেল আলী মিয়াকে বাড়ি থেকে উৎখাতের চেষ্টা পিরোজপুরের দুই ওসির বিরুদ্ধে ‘চিরকুট’ লিখে থানার পরিচ্ছন্নতা কর্মীর আত্মহত্যা

পূজাঁ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি। মন্দিরে ঠাকুর পূজাঁ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একইসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামে মৃত সুকুরঞ্জন কবিরাজের ছেলে শুলিন কবিরাজ (৭০) ও তার স্ত্রী পুষ্প রানী (৬৫)।থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মন্দিরের খেচি গেট খুলতে গিয়ে বিদ্যুৎ তারের সাথে পুষ্প রানী জড়িয়ে পড়ে ও তার স্বামী শুনিল কবিরাজের ডাকে সারা না দেয়ায় স্বামী-ন্ত্রীকে স্পর্শ করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয় উভয়ই। পরে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দম্পতিকে মৃত্যু ঘোষনা করেন। নিহত দম্পতির দুই ছেলে রয়েছে। একসঙ্গে দম্পতির ওই বাড়িতে ছেলেসহ তাদের স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
রনগোপালদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির সিকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আর মন্দিরের বিদ্যুৎ ওয়ারিং লাইনের তার লিক থেকে মন্দিরের লোহার গেট বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একইসঙ্গে দম্পতির মৃত্যুতে কোন সন্ধেহ না থাকায় ময়নাতদন্তের প্রয়োজন হয়নি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ