নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের গৌরনদীতে জমি জমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে নাসরিন বেগম(৩৬) ও মেয়ে সুমাইয়া আক্তার(২১) ছেলে নূর হাসান(৭) ও নাতি রেদওয়ান হাসান(শিশু) কে মারধর করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ।
গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হল ওই থানার ৭ নং ওয়ার্ড বাসুদেব পাড়া গ্রামের বাসিন্দা সালাম সরদারের পরিবার।
বর্তমানে তারা মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারের সাথে একই এলাকার বাসিন্দা আক্কাস গং দের সঙ্গে জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনা দিন ভুক্তভোগী পরিবার তাদের নিজ জমি থেকে গাছ বিক্রি করলে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বাধা প্রদান করে ও এক পর্যায়ে হুমকি প্রদান করে।
বিষয়টি নিয়ে পরবর্তীতে কোডে ৭ দ্বারা মামলা দায়ের করলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে ইলিয়াস সরদার, ইকবাল ,ইমরান ,আক্কাস ,জাহানারা বেগম, রেশমা বেগম, তানিয়া, মুনিয়া সহ অজ্ঞাত ৩-৪ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়।
এ সময় স্বর্ণালংকার, ৫০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে।
এ বিষয়ে মামলাদারের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।