২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পেনশন স্কিম প্রত্যাহার ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবি খুবি শিক্ষকদের

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

র্বজনীন পেনশন স্কিমকে (প্রত্যয়) ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে এর প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পাশাপাশি তাদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানিয়েছেন শিক্ষকরা

এ দুই দাবিতে রোববার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. লস্কর এরশাদ আলী।মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রায়হান আলী, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর মো. শরীফ হাসান লিমন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, আইন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক তালুকদার রাসেল মাহমুদ, হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সর্বশেষ