মির্জা আহসান হাবিব ঃ আসন্ন কুয়াকাটা পৌরসভা নির্বাচনে ভোটারের চেয়ে বহিরাগত বেশী হুমকি ধামকি দিচ্ছেন বলে জানান স্বতন্ত্র প্রার্থী (জগ মার্কা) আনোয়ার হোসেন।
১১ ডিসেম্বর সকাল ১০ পটুয়াখালী নির্বাচন অফিসে প্রতীক বরাদ্দে এসে এমন অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন। তিনি বলেন আমার মার্কা জগ কুয়াকাটা পৌর সভায় মোট ভোটার প্রায় ৮ হাজার ইতিমধ্যে কুয়াকা পৌর সভায় প্রায় ১০ হাজারের বেশি বহিরাগত আনাগোনা করছে ভোটারদের ভয় ভীতি দেখাচ্ছেন। এলাকার ভোটাররা আতঙ্কে আকুয়াকাটাছেন।
