২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হলেন জাহাঙ্গীর আলম মালিক খোকন

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:


কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা পৌরসভার ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকন। মোট ৩৩টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২২ হাজার ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মজিবুল হক মালিক মজু মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬ শত ৫৭ ভোট। বিএনপি’র প্রার্থী সিরাজুল ইসলাম মনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৫৬ ভোট।

এছাড়া হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী তুষার ইমরান পেয়েছেন ৪ হাজার ৫ শত ৯৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী এ্যাড. মনিবুল হাসান পলাশ নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৩ শত ১ ভোট, এ্যাড. সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ জগ প্রতীকে পেয়েছেন ২৪২ ভোট, তানভির আহমেদ মাসরিকী কম্পিউটার প্রতীকে পেয়েছেন ৪ শত ৫৩ ভোট।

এর আগে সোমবার (২৮শে ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ৩৩টি কেন্দ্রে ১৯৭টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌরসভায় মোট ভোটার হচ্ছে ৬৭ হাজার ৮ শত ৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ হাজার ৮ শত ১৮ জন এবং মহিলা ভোটার ৩৪ হাজার ৯৯০ জন। মোট ৭ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে মোট ৪১ হাজার ৭ শত ২১ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করেন। এছাড়া নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ১৩ জন প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে গত বুধবার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন বেল্টু মারা যাওয়ায় ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ