মির্জা আহসান হাবিব ঃ নানা আয়োজনে পটুয়াখালীতে পাৈিত হল দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন । তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। পটুয়াখালী জেলা পরিষদের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠকন্যা, বিশ্ব শান্তির অগ্রদূত সম্মৃদ্ধ বাংলাদেশের রুপকার, দূর্দিনের সাহসী অভিযাত্রী, সুদিনের সুনিপুণ কারিগর উন্নয়ন যাত্রার অদম্য গতীর প্রধান চালিকা শক্তি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও বৃক্ষ রোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় পটুয়াখালী জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খলিলুর রহমান মোহন মিয়ার সভাপতিত্বে এ দোয়া অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর প্রধান নির্বাহী শাহ মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়ার সহধর্মীনি তাহেরা রহমানসহ জেলা পরিষদ এর সদস্য, কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেনী পেশার নের্তৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে প্রথমেই কেক কাটেন জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া এর এরপর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন এ ৭৫ টি বিভিন্ন প্রজাতির বুক্ষ রোপন করেন।
