৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রান্তিক জনগোষ্ঠী ক্ষুদ্র ঋন নিয়ে লাভবান হচ্ছে : বরিশাল বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক :: বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার বলেছেন, আমার বাড়ি আমার খামার প্রকল্প থেকে ঋন নিয়ে নিজেদের স্বাবলম্বী করে তুলছে গ্রামীণ নারীরা। সরকার পূর্বের তুলনায় এ প্রকল্পের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। ফলে গ্রামীণ এলাকার প্রান্তিক জনগোষ্ঠী এ প্রকল্প থেকে ক্ষুদ্র ঋন নিয়ে লাভবান হচ্ছে।

রবিবার বিকেলে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে আমার বাড়ি আমার খামার প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিয়াস হোসেন। বক্তব্য রাখেন একটি বাড়ী একটি খামার প্রকল্পের গৌরনদী উপজেলা সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।

একইদিন দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শনকালে বিভাগীয় কমিশনারকে গার্ড অফ অনার প্রদান করেন গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা। পরে বিভাগীয় কমিশনারকে ফুলের শুভে”ছা জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, মডেল থানার ওসি আফজাল হোসেন, উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, খাদ্য পরিদর্শক অশোক কুমার প্রমুখ।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ