৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রিয়তমা- লায়ন মোঃ গনি মিয়া বাবুল

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অদৃশ্য অন্তরে লিখি যদি নাম
দিবে কি তুমি তার কোনো দাম,
তোমার সুমধুর ভাষণ
কেড়েছে হৃদয় আসন।
রেশম পাথর প্রাণ
ছড়ায় আতর ঘ্রাণ,
পৃথিবীর বুকে-
আহ! মরি সুখে।
পেতে তোমার আলতার শিশি
বিনিদ্রায় কাটে কত নিশি,
খুঁজি যে সারাক্ষণ
এক মনে দুই মণ।
কিনতে ভালবাসা
মেটাতে মনের আশা,
আকাশের যত উদারতা
সাগরের মতো গভীরতা।
সবই যে আছে আমার
নাই বা বোতাম জামার,
তুমি যে কেন বুঝো না
ওগো আমার প্রিয়তমা।

পরিচিতি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল,
চেয়ারম্যান, কবি সংসদ বাংলাদেশ, স্থায়ী পরিষদ।
চেয়ারম্যান, লেখক উন্নয়ন কেন্দ্র, কেন্দ্রীয় কমিটি।
৫১,৫১/এ, পুরানা পল্টন (৯ম তলা), ঢাকা।
ফোন: ০১৫৫২৬৩১১১৮, ০১৮৪২৬৩১১১৮
E-mail: [email protected]

সর্বশেষ