১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ফরচুন বরিশালে ইব্রাহিম জাদরান

অনলাইন ডেস্ক ::: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলা তামিম ইকবালকে আগামী আসরের জন্য দলে ভিড়িয়ে চমক দিয়েছিল ফরচুন বরিশাল। ফ্র্যাঞ্চাইজিটি এবার চমক দেখাল বিদেশি ক্রিকেটারের কোটায় ইব্রাহিম জাদরানের সঙ্গে চুক্তি সই করে।

ইব্রাহিমকে দলে নেওয়ার বিষয়টি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে তারা।

আফগানিস্তানের এই ব্যাটারকে দলে নিয়ে দলটির পক্ষে থেকে জানিয়েছে, ‘আমরা খুবই আনন্দিত যে, আসন্ন আসরের জন্য নতুন ক্রিকেটার হিসেবে ইব্রামিক জাদরানের সঙ্গে চুক্তি করতে পেরেছি। বাংলার ভেনিসে ইব্রাহিমকে স্বাগত। ২০১৭ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টিতে অভিষেক হয় ইব্রাহিম জাদরানের। প্রায় সাত বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছেন ৬১ টি-টোয়েন্টি। এই সময়ে ৩৩ গড়ে প্রায় ১২০ স্ট্রাইকরেটে ১ হাজার ৪৬৭ রান করেছেন ইব্রাহিম।

লম্বা ক্যারিয়ারে এখনও ধরে রেখেছেন ধারাবাহিকতা। তাই তো ফ্র্যাঞ্চাইজি লিগে বেশ চাহিদা রয়েছে ইব্রাহিম জাদরানের। বরিশাল শুধু ইব্রাহিমকেই নয়, তার আগে দলে ভিড়িয়েছিল পাকিস্তানি ব্যাটার ফখর জামানকে।

পাকিস্তানি এই ওপেনারও বেশ অভিজ্ঞ। বলা যায় তামিমের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে এই ফখর জামানকে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ