নিজস্ব প্রতিবেদক।। ফরিদপুরে প্রবাসী পিতার টাকা ছোট শিশু স্পর্শ করা কে কেন্দ্র করে শিশু সন্তান ও তার মাকে বেধড়ক মারধর করেছে শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ১১ টায় নিজ ঘরের ভিতর বসে তাদের মারধর করা হয়। আহতরা হলো কোতয়ালি থানার রহিমপুর গ্রামের বাসিন্দা জর্ডান প্রবাসী কামাল হোসেনের শিশু সন্তান ও স্ত্রী সেলিনা বেগম।
আহত সেলিনা বেগম বর্তমানে মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং শিশু সন্তানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত সূত্রে জানা যায়, আহত সেলিনা বেগম ও তার স্বামী দুইজনই দীর্ঘ বছর যাবত প্রবাসে ছিলেন। প্রবাসে থাকাকালীন তার শ্বশুরের কাছে প্রায় ১১ লাখ টাকা বাড়ি নির্মাণ করার জন্য পাঠায়। সেই টাকা তার শ্বশুর ও দেবর জামাল মুন্সী আত্মসাৎ করে। প্রবাস থেকে সেলিনা বেগম দেশে আসলে এনিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বৃহস্পতিবার ভুক্তভোগীর স্বামী কামাল হোসেন তার পরিবারের জন্য ৪০ হাজার টাকা পাঠালে সেই টাকা গণনা করার সময় শিশু সন্তান স্পর্শ করলে। টাকা স্পর্শ করায় শিশু সন্তানকে মারধর করে ও ভুক্তভোগী কে গালিগালাজ করে। এ সময় প্রতিবাদ করলে স্বামীর ভিটা থেকে বিতারিত করার জন্য জামাল মুন্সি , ইদ্রিস, বিউটি বেগম সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা এ হামলা চালায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে সেলিনা বেগমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শেবাচিম প্রেরণ করেন।
এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।