বরিশাল বাণী ডেক্স—-
ফেনীর সোনাগাজী থেকে ৫ পলাতক আসামিকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে জিআর পরোয়ানাভুক্ত ২ জন, সিআর পরোয়ানাভুক্ত ২ জন এবং সিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জন পলাতক আসামি রয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- সোনাগাজী পৌরসভার চরগনেশের আবুল কাশেমের ছেলে সাব্বির হোসেন, বাখরিয়া মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুল করিম, বগাদানা ইউনিয়নের আউরারখিল গ্রামের মৃত বনমালী দাসের ছেলে স্বপন চন্দ্র দাস, চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের আবুল কালামের ছেলে মো. মহসিন, নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের মফিজুল হকের ছেলে আজহারুল হক।
অভিযানে নেতৃত্ব দেন এসআই মাহবুব আলম সরকার, এএসআই দীপক চন্দ্র ধর, এএসআই আবদুল ওয়াদুদ, এএসআই আবুল কালাম।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন ৫ জন আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।