বরিশাল বাণী: চলমান করোনা যুদ্ধে প্রথম সারির যোদ্ধা হিসেবে সুরক্ষা অ্যাপস এর অন্তুর্ভূক্ত হলেন দেশের আইনজীবীরা। এর ফলে এখন থেকে সুরক্ষা অ্যাপস ব্যবহার করে যে কোন বয়সের আইনজীবী অগ্রাধিকার ভিত্তিতে করোনা প্রতিষেধক টিকা গ্রহণ করতে পারবেন। ইতমধ্যে সুরক্ষা অ্যাপস এ আইনজীবী একটি বিভাগ রাখা হয়েছে। সেখানে রেজিষ্ট্রেশন করা হচ্ছে। দেশের সকল আইনজীবীদের এই অ্যাপস ব্যবহার করে টিকা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাংবিধানিক আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এ.বি.এম ছিদ্দিকুর রহমান খান বরিশাল বাণীকে জানিয়েছেন, এ্যাটর্নী জেনারেল এ.এম আমিন উদ্দিন স্যার ইতঃমধ্যেই উদ্যোগ গ্রহণ করে এ্যাপস এর এই অপশনটি এ্যাড করিয়েছেন। এর আগে একটি রীট পিটিশনের বলে উচ্চ আদালত আইনজীবীদের সম্মুখযোদ্ধা হিসেবে অন্তর্ভূক্তির আদেশ দিয়েছেন।