মির্জা আহসান হাবিব কুস্টিয়ায় মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্মাধীন ভাস্কর্য ভাংগার প্রতিবাদে সারা দেশের ন্যায় পটুয়াখালী সদর উপজেলার ২নং বদরপুর ইউনিয়ন আওয়ামীলীগ উদ্যোগে তেলিখালী ব্রীজ সংলগ্ন মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৯ ডিসেম্বর বিকাল ৪টায় টায় বদরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী আঃ জলিলের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজ শাহজাহান ভুইয়া। এ ছাড়া আরও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দুলাল, কোষাধ্যক্ষ মোঃ সুলতান আহমেদ, সদস্য গাজী মতিউর রহমান, বদরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন খান, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারন সম্পাদক সরদার সোহরাব হোসেন, বদরপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা রহমান, ইউপি সদস্যা পারুল বেগম, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।। এ সময় বক্তারা বলেন ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম নস হলে দেশ আজও স্বাধীন হতো না,পরাধীন থাকতো। দেশের মানুষ পাকিস্তানের গোলাম হয়ে থাকতো। অথচ মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের এই মাসে একদল দুষ্কৃতকারী রাতের আঁধারে জাতির পিতার ভাস্কর্য ভাংগার মতধৃষ্টতা দেখিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানান।
