মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালীতে কুস্টিয়ায় উগ্র মৌলবাদ দুর্বৃত্তদের কর্তৃক মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্মানাধীন ভাস্কর্য ভাঙ্গচুর করার প্রতিবাদে পটুযাখালী সদর উপজেলা আওয়ামীলীগের নির্দেশনায় ইউনিয়ন পর্যায় লাউকাঠি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।
৯ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় লাউকাঠি ইউনিয়নের লাউকাঠি বাজারে লাউকাঠি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজিত মানববন্ধ ও সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবিএম শাহজাহান পারভেজ ওরফে শাহজাহান ভুইয়া। লাউকাঠি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশিষ চক্রবর্তীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইশমত আরা বেগম , লাউকাঠি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শাহ আলম গাজী, পটুয়াখালী জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস,লাউকাঠি বাজার মন্দির কমিটির সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের মনির বাদশা, সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহাগ শেখ, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ঝর্না বেগম ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল শেখসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা কর্মীরা উপস্থিত ছিলেন।
