মির্জা আহসান হাবিব ঃ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় বুধবার পটুয়াখালী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান সিকদার এবং জেলা ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে সমাবিত হয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে অপরাজনীতি করার চেষ্টা করা হলে তা জনগণকে সাথে নিয়ে তা ছাত্রলীগ প্রতিহত করবে।
একদল চিহ্নিত মৌলবাদী সন্ত্রাসী হামলা জাতির পিতার ভাস্কর্য ভাঙচুর করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
