১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
চাঁন মিয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরন করতে পাশে দাঁড়ালেন সেচ্ছাসেবী শোভন। বরিশাল বাণী পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালের ডাকাত সর্দার বাদল শরীফ ঢাকায় গ্রেফতার ঝালকঠিতে মেলা শেষে পরে আছে বিধ্বস্ত খেলার মাঠ বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে তীব্র ভাঙন পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ৮ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন আলী আশ্রাফ বাউফলে প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের... শেখ হাসিনা ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ : প্রাণিসম্পদ মন্ত্রী শোক সংবাদ সাংবাদিক বুলবুলের নানী সাহেরা খাতুনের ইন্তেকাল আমতলীতে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ভোলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিছিল ও সমাবেশ

ইয়াছিনুল ঈমন, ভোলা।

“জাতির পিতার সম্মান রাখব মোরা অম্লান” এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ভোলায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে ভোলার জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারিরা। আজ শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিণ করে বাংলাস্কুল মাঠে শেষ হয়।
সেখানে ভাষাণী মঞ্চে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, জেলা ও দায়েরা জজ এবিএম ড. মাহামুদুল হক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আবুল কালাম আজাদ
সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এসময় তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও জাতীর পিতার সম্মান রক্ষায় আমাদের রাজ পথে নামতে হবে এটা কখনও আমরা কল্পনাও করিনি। কারন জাতির পিতা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতোনা। তাই যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত করেছে তাদেরকে প্রতিহত করতে সকলকে একত্রিত হওয়ার আহবান জানান বক্তারা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ