২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৩ কাঠালিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত চাঁন মিয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরন করতে পাশে দাঁড়ালেন সেচ্ছাসেবী শোভন। বরিশাল বাণী পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালের ডাকাত সর্দার বাদল শরীফ ঢাকায় গ্রেফতার ঝালকঠিতে মেলা শেষে পরে আছে বিধ্বস্ত খেলার মাঠ বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে তীব্র ভাঙন পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ৮ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন আলী আশ্রাফ বাউফলে প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের... শেখ হাসিনা ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ : প্রাণিসম্পদ মন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কাউখালীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

পিরাজপুর প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি ও অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে কাউখালী উপজেলা সড়কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের কাউখালী উপজেলা শাখার আহŸায়ক সুব্রত রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট একেএম আব্দুস শহীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, কাউখালী উদীচীর সাধারণ সম্পাদক রবীন মুখোপাধ্যায়, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের নেতা সেলিম মুজাহিদ, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার, উত্তরায়ণ খেলাঘর আসরের সভাপতি উপাধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা, সূর্যোদয় খেলাঘর আসরের সহ সভাপতি এডভোকেট কমল কৃষ্ণ মুখার্জি, সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর, উত্তরায়ণ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক বীথিকা সাহা, জাতীয় কবিতা পরিষদ কাউখালী উপজেলা শাখার সাবেক সভাপতি আশুতোষ মিস্ত্রী, উপজেলা হিন্দু মহাজোটের সদস্য সচিব রিপন সিকদার, কাউখালী থিয়েটারের সাধার সম্পাদক বিপ্লব কুন্ডু প্রমুখ। কর্মসূচির শুরুতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানান তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা মৌলবাদীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ বলেন, সরকারের নানা কর্মকান্ড, রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের মতভেদ থাকতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে তো কারও ভিন্নমত থাকা উচিৎ না। এখন মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে এক কাতারে দাঁড়াতে হবে। মুসলিম প্রধান প্রায় সব দেশেই ভাস্কর্য আছে, ওসব দেশেতো সেটাকে ধর্মবিরোধী বলা হচ্ছে না। তাহলে বাংলাদেশে কেন বলা হচ্ছে? আর ভাস্কর্য যদি ধর্মবিরোধী হয়ে থাকে তাহলে তারা ওই সব দেশের বিষয়ে কেন এত দিন কেন কথা বলল না? আসলে এই ভাস্কর্য বিরোধিতা ধর্মীয় কোনো বিষয় নয়। ভাস্কর্য নিয়ে তাদের হুমকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা তো আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না। একাত্তরে পরাজয়ের ক্ষোভ থেকে তারা এখন বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ