অনলাইন ডেস্ক :: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে ১১ জেলেসহ মায়ের দোয়া নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় পাশে থাকা অন্য একটি ট্রলার ওই ১১ জেলেকে উদ্ধার করে। পরে শেষ বিকালে ওই জেলেদের পাথরঘাটা এলাকার জ্ঞান পাড়ায় নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার দুপুরে আন্ধারমানিক মোহনা সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।
তিনি জানান, পিরোজপুরের তেলিখালি এলাকার হারুন মাঝির ট্রলারটি মাছ শিকার শেষে তীরে ফেরার পথে ঝড়ের কবলে পরে ডুবে যায়। তবে ট্রলারটি হদিস না মিললেও পাশে থাকা অন্য একটি ট্রলার ১১ জেলেকে নিয়ে তীরে ফিরে আসে।