২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফল স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত গলাচিপায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় স্বাধীনতা দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে দুমকিতে স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল ছাত্রদল নলছিটিতে ছাত্রদলের আয়োজনে কুরআন তেলওয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া 'একজন আপোষহীন নেত্রী' — আবু নাসের মো: রহমাতুল্লাহ শেবাচিম এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত নগরীতে চাঁদা না দেয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ  মেহেন্দিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, হাসপাতালে ভর্তি ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে ট্রলারে জলদস্যুদের হা*ম*লা, গু*লিবি*দ্ধ ৩

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি মা নামের একটি মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে তিন জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পায়রা বন্দর থেকে ৯০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে।

জলদস্যুদের গুলিতে আহত জেলেরা হলেন- জালাল শরীফ (৫৫), মো. শাহআলম (৪৫) ও মিজানুর রহমান (২৫)। আহত জেলেদের বাড়ি মহিপুর থানায়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আহতদের উদ্ধার করে কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। বাকি দু’জন কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এফবি মা ট্রলারের মাঝি সরোয়ার হোসেন বলেন, ১৩ জেলে নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে যাই। বৃহস্পতিবার রাতে তীরে ফেরার পথে পায়রা বন্দর এলাকায় পৌঁছলে একদল জলদস্যু ট্রলারে বন্দুক দিয়ে গুলি চালায়। তাদের গুলিতে ট্রলারে থাকা তিন জেলে গুলিবিদ্ধ হন। এ সময় বাকি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে থাকা প্রায় তিন লাখ টাকা মূল্যের ইলিশ, ১২টি মোবাইল ফোন, জ্বালানি তেলসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান। ফেরার সময় বাড়াবাড়ি করলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন দাস বলেন, এফবি মা নামের একটি ট্রলারে জলদস্যুদের ডাকাতির ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সর্বশেষ